প্রায় ১১ ঘণ্টা পর দেশে ফের সচল হতে🉐 শুরু করেছে মোবাইল ফোনে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট।
শুক্রবার (✱১৫ অক্টোবর) বিকেল ৪টার পর ওঢাকাসহ দেশের বিভিন্ন জেলার অনেক ব্যবহারকারী তাদের মোবাইল ফোনে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সচল হওয়ার খবর জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।
এর আগে শুক্রবার ভোর ৫টার দিক থেকে ইন্টারনেটের এ সেবা বন্ধ হয়ে যায়। তবে কোথাও কোথাও ধীরগতির টুজি ইন্টারনেট সেবা পাও𓆉য়া যাচ্ছিল। ব্রডব্যান্ডে ইন্টারনেট সেবাও থেকেছে ন🍎ির্বিঘ্ন।
এদিকে বিভিন্ন অপারেটর সূত্র জানিয়েছে, বুধবার (১৩ অক্টোবর) প্রথমে কুমিল্লা এবং পরে আরও পাঁচ জেলায় দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করা হয়। 🤡আজ (শুক্রবার) ভোর থেকে আরও অনেক জেলার গ্রাহকরা মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করতে পারছিলেন ౠনা।
১৩ অক্ট🐠োবর সকালে কুমিল্লায় ‘কোরআ𝐆ন অবমাননার’ একটি অভিযোগ ছড়ানোর পর চাঁদপুরসহ বিভিন্ন জেলায় উপাসনালয়ে হামলা ও সহিংসতার ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে সারা দেশে বিজিবি মোতায়েন রয়েছে।
꧂এছাড়া শুক্রবার জুমার নামাজকে ঘিরে নিরাপত্তা জোরদারে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।